
“মুসলমানদের ফরাসিদের ওপর রাগ করে লাখ লাখ ফরাসিকে খুন করার অধিকার আছে,” এরকমই একটি টুইট করে ফ্রান্সের একের পর এক জঙ্গি হামলার মাঝেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ।
ফ্রান্সের ইসলাম বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করে ইতি মধ্যে মুসলিম দেশ গুলি ফরাসী পণ্য বয়কটের ডাক দিয়েছে আর তাদের সেই সিদ্ধান্ত কে সমর্থন করে এদিন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ পরপর কয়েকটি টুইট করেন। তিনি বলেন ফ্রান্স তাদের ইতিহাসে লাখো মানুষ খুন করেছে, মৃতদের মধ্যে অনেকেই ছিল মুসলিম। ইসলামি ধর্মগুরু মহম্মদের কার্টুন দেখানোর জেরে এক মুসলিম জঙ্গি জনৈক ফরাসি শিক্ষকের মাথা কেটে খুন করে। এই খুনের কার্যত সাফাই গেয়ে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, একজন মুসলমান হিসেবে খুন আমি সমর্থন করি না। তবে মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করলেও আমি মনে করি না, মানুষকে অপমান করাও তার মধ্যে পড়ে। কারও কাছে গিয়ে তাকে আপনি অভিশাপ দিতে পারেন না নিশ্চয়ই, কারণ আপনি মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন।
ফরাসি প্রেসিডেন্ট কে আক্রমণ করে তিনি বলেন ” ম্যাক্রোঁ সভ্য নয়। একজন স্কুল শিক্ষককে খুনের জন্য তিনি অন্যায় ভাবে ইসলাম ও মুসলিম দের কে অপমান করছেন। ইসলামের শিক্ষার ব্যাপারে তার কোনো জ্ঞান নেই।
এখানেই না থেমে ঠিক তার পরের ১২ নম্বর টুইটেই তিনি লিখছেন অতীত কে স্মরণে রেখে মুসলিমদের রাগের অধিকার আছে, অতীতের গণহত্যার জন্য লাখো লাখো ফরাসিকে খুন করার অধিকার আছে তাদের।
যদিও পরে টুইটার এর তরফ থেকে টুইট টি ডিলিট করে দেওয়া হয়। ইসলামের কট্টর মৌলবাদ যে শুধু মাত্র সাধারণ ধর্মান্ধ মুসলমানের মধ্যে দেখা যায় তা নয় তা দেখা যেতে পারে ৯৫ বৎসরের একজন প্রাক্তন রাষ্ট্র প্রধানের মধ্যেও।
