নলেজ সিটির নামে হিন্দু জমি জবর দখলের চেষ্টা, চাষীরা সাহায্য চাইলো হিন্দু সংহতির
নলেজ সিটির নামে হিন্দু সম্পত্তি জবর দখলের চেষ্টা। হিন্দু সংহতি সাহায্য চাইলো চাষীরা। নলেজ সিটির নামে হিন্দু চাষের জমি জোর করে দখলের চেষ্টা। সরকারি এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে সহযোগিতা চেয়েও নিরাশ চাষীরা। ঘটনাটি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার ডিঙ্গালহাটি গ্রামে। হুগলির ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর 100 বিঘা জমির উপরে তৈরি করতে চাইছে এই নলেজ সিটি। আবু বকার সিদ্দিকী নলেজ সিটি আয়োজক ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। তারা 100 বিঘা জমির মধ্যে এই প্রযেক্ট তৌরি করতে চাইছে। উল্লেখ্য, এই ১০০ বিঘা জমির মধ্যে প্রায় ৮০ বিঘা জমি হিন্দুদের। হিন্দু চাষিরা দীর্ঘদিন ওই জমিতে চাষবাস করে জীবিকা নির্বাহ করেন। হিন্দু চাষীরা ওই চাষের জমি দিতে রাজি নন। ওই চাষের জমির উপরে নির্ভর করে তাদের সংসার চলে। জমি দিতে রাজি না হওয়ায় চাষিদের থেকে জোরপূর্বক জমি ছিনিয়ে নিতে চাচ্ছে নলেজ সিটির আয়োজকরা । চাষীদের জমিতে আসতে বাধা দিচ্ছে বলে অভিযোগ। উল্লেখিত, জমি দখল করতে কয়েকদিন আগে কয়েক হাজার মুসলিমদের নিয়ে ওই জমিতে একটি ইসলামী ধর্মসভা করে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। এমনকি জমি চাষের জলসেচ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে। চাষীরা সরকারি ও প্রশাসনিক দপ্তরে একাধিক লিখিত অভিযোগ জানিয়েছেন। তাতেও কোন কাজ না হওয়ার তারা হিন্দু সংহতি শরণাপন্ন হয়েছেন। চাষীদের দাবি ওই জমিতে নলেজ সিটির নামে জেহাদি কেন্দ্র গড়ে তুলতে চাইছে ওরা। জমির স্থান মেন্ রাস্তা থেকে অনেক ভিতরে, কোন যাতায়াতের ভালো রাস্তায় নেই। তুবুও ওই জমিতে কেন নলেজ সিটির জন্য বেছে নেওয়া হয়েছে তা আমরা বুঝতে পারছেননা চাষীরা। চাষীরা বলেন, আমরা ওই জমিতে চাষ করতে চায়। আমরা কেই ওই জমিতে নলেজ সিটি চাইছিনা। আমাদের জমি রক্ষায় আমাদের সাহায্য করুন হিন্দু সংহতি। হিন্দু সংহতির হাওড়া ডিভিশনাল সভাপতি মাননীয় শ্রী পার্থ প্রতিম ঘোষ এর নেতৃত্বে আজ সংহতির কেন্দ্রীয় নেতৃত্ব ওই এলাকা পরিদর্শন করেন। তারা চাষিদের সঙ্গে কথা বলেন। সংহতির প্রতিনিধি দলে ছিলেন হিন্দু সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট শান্তনু সিংহ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস ও কেন্দ্রীয় সম্পাদক টোটন ওঝা। হিন্দু সংহতি পক্ষ থেকে সর্বদিক থেকে চাষীদের পাশে থাকার আশ্বাস দেওয়াহয়েছে। হিন্দু সংহতির হাওড়া ডিভিশন সভাপতি পার্থ প্রতিম ঘোষ বলেন এইভাবে একের পরে এক হিন্দুর জমি মোটা টাকার বিনিময়ে কিংবা জোরপূর্বক দখলের চেষ্টা হচ্ছে সর্বোত্তম। এটি একটি জিহাদের অংশ বলে উল্লেখ করেন তিনি। হিন্দু সংহতি পক্ষ থেকে সবসময় অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনে তাদের পাশে থেকে লড়াই করবে। হিন্দু মাটি আমরা হারাতে দেবো না। হিন্দুর জমি আমরা কমতে দেবোনা।