দিল্লি পুলিশের জানে আটক তিন ইসলামিক স্টেট জঙ্গি
আজ দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হলো তিন ইসলামিক এস্টেট জঙ্গি। দিল্লি পুলিশের স্পেশাল টিম তাদের গ্রেপ্তার করে। দিল্লির ওয়াজিরাবাদ এলাকা থেকে ওই তিনজন জঙ্গিকে গ্রেফতার করে। জানা গিয়েছে, তারা রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় হামলার ছক কষে ছিল। ওই তিনজন জঙ্গির নাম আব্দুল সামাদ (২৮), সাঈদ আলী নাভাজ (৩২) ও খাজা মঈদিন (৫২)। পুলিশ তাদের জেরা করে আরো তত্ব জানার চেষ্টা করছে।
বর্তমানে CAA-এর নামে প্রতিবাদের বাংলায় জেহাদী মুসলিমরা তিনদিন ধরে তাণ্ডব চালিয়েছে। তারা একাধিক রেল ও রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে। জ্বালিয়ে দিয়েছে বহু হিন্দু গ্রাম। এছাড়াও উত্তরবঙ্গে চার আইএস জঙ্গী গাঢাকা দিয়ে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে বলে রিপোর্ট পেশ করেছে গোয়েন্দা বিভাগ। তাই দেশে জেহাদী কার্যকলাপ রুখতে এবং দেশের নিরাপত্তা আরো শক্তিশালী করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।