কলকাতায় উদ্ধার কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক, গ্রেপ্তার ৩ মাদক পাচারকারী
গোপন সূত্রে খবর আসে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দপ্তরে। বড়দিনের সকালেই কলকাতার বুকে হাতবদল হবে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। কয়েকজন কুখ্যাত মাদক পাচারকারীরও দেখা মিলতে পারে। সেইমতো সাদা পোশাকে পৌঁছে গিয়েছিলো এসটিএফের অ্যান্টি-এফ আই সি এন (Anti- Fake Indian Currency Note) টিম। সকাল ৯.১৫ নাগাদ ঘটনাস্থলে প্রবেশ করে ৩ জন। সঙ্গে বড় ব্যাগ। আচরণ সন্দেহজনক। তাদের ঘিরে ফেলেন অ্যান্টি-এফ আই সি এন টিমের অফিসারেরা।
শুরু হয় তল্লাশি। তাদের থেকে উদ্ধার হয় ১.০৭০ কেজি ওজনের হেরোইন, ১৩.৫৯৯ কেজি ইয়াবার মোট ১,২০,০০০টি ট্যাবলেট। উদ্ধার হওয়া মাদকের মোট বাজারদর পেরিয়ে যেতে পারে ৫ কোটি টাকা।
মহঃ আমির খান এবং সৈয়দ কাজু দেওয়ান—দু’জনেই কুখ্যাত মাদক পাচারকারী। মহঃ আমির মণিপুরের আর সৈয়দ কাজু অসমের বাসিন্দা। কলকাতায় মাদক পাচারের কারবার তৈরিতে এদের সাহায্য করত মহঃ পাশমুদ্দিন। সে উত্তর দিনাজপুরের চকচকির বাসিন্দা বলে জানা গেছে।