শিব ঠাকুরের নামে উৎসর্গীকৃত ষাঁড় চুরি করতে এসে ধরা পড়ে গেলো এক মুসলিম যুবক। ধরা পড়ার পর সে বেধড়ক মার খেলো জনতার হাতে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা থানার অন্তর্গত গঞ্জের বাজার এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার, ১২ ই নভেম্বর গভীর রাতে কয়েকজন যুবক একটি পিক আপ গাড়ি নিয়ে গঞ্জের বাজার এলাকায় একটি ষাঁড়কে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বুলবুলের তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা সেইসময় জেগেই ছিলেন। তাদের মধ্যে একজন দেখে ফেলেন যে ষাঁড়টিকে গাড়িতে তোলার চেষ্টা করছে কয়েকজন যুবক। তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে ।তখন তারা ষাঁড় ফেলে পালিয়ে যায়। কিন্তু এলাকাবাসীরা একজনকে ধরে ফেলে। তাকে বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে যে, তাঁর নাম আজিজুল। পরে পাথর প্রতিমা থানায় খবর দেওয়া হলে পুলিস এসে তাকে নিয়ে যায়।