২ বছর ডিটেনশন ক্যাম্পে থাকার পর মৃত্যু হল এক বাঙালি হিন্দু বৃদ্ধের। ঘটনা আসামের তেজপুরের। মৃত ওই বৃদ্ধের নাম দুলাল পাল। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। প্রায় ২ বছর আগে ডি- ভোটার তালিকায় নাম আসে তার এবং তেজপুরের বিদেশি ট্রাইব্যুনাল তাকে বিদেশি ঘোষণা করে । তারপর তাকে তেজপুরের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। সেখান থাকার সময় কয়েকদিন আগেই তিনি অসুস্থ হয়ে হয়ে পড়েন। গতকাল ১৩ই অক্টোবর, হাসপাতালে মৃত্যু হয় দুলাল পালের।
২ বছর ডিটেনশন ক্যাম্পে থাকার পর মৃত্যু হল আসামের দুলাল পালের
