নদীয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুর। এলাকার অভিজাত বাড়ি হলো সাহা বাড়ি। সেই বাড়ির মন্দিরে চুরির ঘটনা ঘটলো। গত ১২ ই অক্টোবর, শনিবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সাহাবাড়ির মন্দিরে ঢুকে ঠাকুরের মূল্যবান অলংকার চুরি করে নিয়ে যায়। জানা গিয়েছে, গোপালপুরের সাহা বাড়ির মন্দির এলাকায় বিখ্যাত। মন্দির প্রায় ২৭৫ বছরের প্রাচীন মন্দির। মন্দিরে নারায়ণ, রাধাকান্ত জিউ, জগন্নাথ এবং রঘুনাথের মূর্তি রয়েছে। জানা গিয়েছে, দুষ্কৃতী মূর্তিগুলির মুকুট, গলার হার, কানের দুল, বালা এবং নানা মূল্যবান পাথর চুরি গিয়েছে। মন্দিরে সিসিটিভি থাকায় দুষ্কৃতীকে দেখা গিয়েছে। কিন্তু দুষ্কৃতীর মুখ কাপড়ে ঢাকা থাকায় তাকে চিহ্নিত করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত করছে শান্তিপুর থানার পুলিস।