একসময় রাজ্যব্যাপি বহু সংস্কৃত টোল ছিল। সেইসব টোলগুলিতে সংস্কৃত শিক্ষা দেওয়া হতো।কিন্তু সময়ের ফেরে হারিয়ে গিয়েছে টোল শিক্ষা ব্যবস্থা। তাঁর প্রধান কারণ সংষ্কৃত শিক্ষার প্রতি সরকারের উদাসীনতা। ফলে টোল শিক্ষা ব্যবস্থা উঠে যেতে বসেছে। এমনকি টোল পন্ডিতরাও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এবারে সেই অবস্থা পরিবর্তন করার কথা ঘোষণা করলেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই কাজে বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করলেন গতকাল ৩০শে সেপ্টেম্বর। শিক্ষা মন্ত্রী রাজ্যের টোলগুলিকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার ঘোষণা করেন। এছাড়াও, রাজ্যে থাকা ৫১৯ টি টোলের পন্ডিতদেরকে মাসিক বেতন দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। সেইসঙ্গে টোলগুলিতে নিয়মিত পরীক্ষা নেওয়া এবং সার্টিফিকেট দেওয়ার কথা ঘোষণা করেন।
রাজ্যের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের টোলগুলির সঙ্গে যুক্ত থাকা পন্ডিতরা। তাঁরা আশাবাদী যে এর ফলে রাজ্যে টোল শিক্ষা ব্যবস্থার হাল ফিরবে। তবে অনেকে মনে করছেন যে সামনে ২০২১ সালে বিধানসভার নির্বাচন। ফলে রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মন পেতে সরকারের এই উদ্যোগ। তবে সরকারের এই উদ্যোগের বাস্তবায়ন কবে হবে, এখন সেটাই দেখার।