ঘাটালে স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় পুলিশ হেফাজতে দুজন, পলাতক আরও দুই
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার শ্রীরামপুর গ্রামের এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আনসার আলী এবং আনোয়ার আলী নামের দুই যুবককে পুলিশের হাতে তুলে দিলো এলাকার লোকজন। অপর দুই অভিযুক্ত মাজেদ আলী এবং সরাজুল আলী পলাতক।
আজ ২৫শে সেপ্টেম্বর বিকাল ৩টে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার শ্রীরামপুর গ্রামের ষষ্ঠশ্রেণির ছাত্রী মৌমিতা চৌধুরী (নাম পরিবর্তিত) তার বান্ধবীর সাথে সাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তায় ভোলাবাবার আস্তানার নিকট একদল মুসলিম যুবক তাদের পথ আটকায়। তাদের দুজনকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতীরা। এদের হাত থেকে মৌমিতার বান্ধবী কোন ক্রমে পালিয়ে বাঁচলেও মৌমিতাকে তারা জোর করে তুলে নিয়ে যায় ভোলাবাবার আস্তানার একটি পরিত্যক্ত কামরায়। সেইখানে সেই নাবালিকা মেয়েটির শ্লীলতাহানি করা হয় বলে ছাত্রীর বাবা ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছেন।
এমতাবস্থায়, দুষ্কৃতীদের হাত থেকে পালিয়ে যাওয়া মৌমিতার বান্ধবী আশেপাশে কিছু মানুষকে পুরো ঘটনা জানালে এলাকার মানুষ তৎক্ষণাৎ ওই স্থানে ছুটে এলে দুষ্কৃতীরা মেয়েটিকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আনসার আলী এবং আনোয়ার অলীকে ধরে ফেলে। বাকি দুজন মাজেদ আলী ও সরাজুল আলী পালিয়ে যায়। ধৃত দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
দাসপুরের হিন্দু সংহতির কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মেয়েটির বাবাকে থানায় অভিযোগ দায়ের করায় সহযোগিতা করে। হিন্দু সংহতির পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিনিধি শ্রী প্রসেনজিৎ দাস এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন।