NRC নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে শিবিরের আয়োজন করলো হিন্দু সংহতি । গতকাল ২৩শে সেপ্টেম্বর, রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলীতে এই শিবির অনুষ্ঠিত হয়। এই শিবির হিন্দু সংহতির বারুইপুর সাংগঠনিক জেলা কমিটির তত্বাবধানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে NRC হলে কি কি পদক্ষেপ এবং সতর্কতা নেওয়া জরুরি , সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেইসঙ্গে হিন্দু সংহতির কাজকর্মের মাধ্যমে কিভাবে হিন্দু সমাজের পাশে দাঁড়ানো যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এই শিবিরে বক্তব্য রাখেন হিন্দু সংহতির সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী রজত রায়। এছাড়াও হিন্দু সংহতির কোষাধ্যক্ষ শ্রী সাগর হালদার এবং বারুইপুর সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্বও উপস্থিত ছিলেন।
কুলতলীতে NRC নিয়ে হিন্দু সংহতির সচেতনতা শিবির
