দীনদয়াল ও শ্যামাপ্রসাদের নামাঙ্কিত সংগঠন “দিশা”র উদ্যোগে যাদবপুর সূর্যসেন মঞ্চে গতকাল ৫ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার আয়োজিত হলো ৩৭০ ধারা ও NRC র উপর একটি মনোজ্ঞ সেমিনার।প্রধান অতিথির ভাষনে মেঘালয়ের রাজ্যপাল মাননীয় তথাগত রায় উদ্বাস্তু হিন্দুদের জীবন বাংলাদেশে কতোটা দুঃসহ ছিলো তার ব্যাখ্যা দিয়ে তাদের ভারতে থাকার অধিকারের বিষয়ে জোরালো সওয়াল করেন। তিনি এটাও উল্লেখ করেন যে বাংলাদেশের অত্যাচারিত হিন্দু আর অত্যাচারী মুসলমানকে এক দাড়িপাল্লায় মাপা যেতে পারে না। বিশেষ অতিথির বক্তব্যে হিন্দু সংহতির কেন্দ্রীয় সভাপতি মাননীয় দেবতনু ভট্টাচার্য ৩৭০ ধারা প্রত্যাহার প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের অবস্থানের প্রশংসা করে উল্লেখ করেন যে লোকসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদীকে সমর্থন করার হিন্দু সংহতির সিদ্ধান্ত যে সঠিক ছিলো, এই ঘটনা তার অন্যতম প্রধান উদাহরন। এন আর সি র প্রয়োজনীয়তার প্রসঙ্গে তিনি বলেন যে এটা অবশ্যই প্রয়োজন , কিন্তু সর্বাগ্ৰে সঠিক নাগরিকত্ব বিল পাশ করানো দরকার।তিনি জোরের সঙ্গে বলেন যে হিন্দু বাঙ্গালী স্বাভাবিক কারনেই ভারতে বসবাসের অধিকারী।তাদের কোন প্রমান দেবার আবশ্যকতা থাকতে পারে না।তার বক্তব্যের সময় মুহুর্মুহু হাততালি স্পষ্ট বুঝিয়ে দেয় যে তার দৃষ্টিভঙ্গী শ্রোতাদের হৃদয় স্পর্শ করেছে। অপর অতিথি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিমল শঙ্কর নন্দ সংবিধানের ধারা উল্লেখ করে ৩৭০ ধারার বিলোপকে এক সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত বলে অভিহিত করেন।কানায় কানায় পূর্ণ সভাগৃহের শ্রোতৃমন্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক অধ্যাপক শুভদীপ গাঙ্গুলী।
কলকাতায় NRC নিয়ে সেমিনার,আমন্ত্রিত হিন্দু সংহতির সভাপতি
