পেট্রাপোল সীমান্ত দিয়ে এক বাংলাদেশিকে অনুপ্রবেশে সহযোগিতা করেছিল পশ্চিমবঙ্গের ২ মুসলিম বাসিন্দা। সেই অভিযোগে কলকাতায় ওই বাংলাদেশিসহ স্থানীয় ২ ব্যক্তিকে গ্রেপ্তার করলো এন্টালি থানার পুলিস। ধৃত ওই অনুপ্রবেশকারীর নাম মহম্মদ জাকির। তাঁর বাড়ি বাংলাদেশের বরিশালে। তাকে অনুপ্রবেশে সহযোগিতা করা ২ ব্যক্তির নাম হলো রুস্তম খান এবং আমিরুল ইসলাম মোল্লা। এদের একজনের বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়াতে এবং অপরজনের বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাটে। বুধবার ধৃতদের শিয়ালদাহ কোর্টে তোলা হলে বিচারক তাদেরকে পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিয়ালদাহ স্টেশন চত্বর থেকে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে এসদেশে থাকার বৈধ কাগজপত্র ছিল না। তল্লাশি করে তার কাছে একটি ফোন এবং বাংলাদেশের গ্রামীণ সিম কার্ড উদ্ধার করে পুলিস। কি কারণে ওই বাংলাদেশী চোরাপথে ভারতে প্রবেশ করলো, তা জানার জন্য তদন্ত করছে পুলিস।