পূর্ব পাকিস্তান থেকে নির্যাতিত হয়ে আসা উদ্বাস্তু বাঙ্গালীদের অধিকার রক্ষার সংগ্ৰামের পথিকৃৎ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে শিয়ালদহ স্টেশনের নামকরনের দাবীকে সামনে রেখে হিন্দু সংহতির পক্ষ থেকে স্বাক্ষর সংগ্ৰহ অভিযান চলছে রাজ্যব্যাপী। তার অঙ্গ হিসেবে গত ১০ই আগস্ট, হাওড়া স্টেশন চত্বরে হিন্দু সংহতির উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান সম্পন্ন হয়। হিন্দু সংহতির এই উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষ অকুন্ঠ সমর্থন জানিয়েছেন। এছাড়াও, হিন্দু সংহতির পক্ষ থেকে স্টেশনে আসা মানুষজনকে হিন্দু সংহতির দাবি সম্বলিত হ্যান্ডবিল বিলি করা হয়। উপস্থিত ছিলেন হিন্দু সংহতির কেন্দ্রীয় নেতৃত্ব।
শিয়ালদাহ স্টেশনের নাম ”ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি টার্মিনাস” করার দাবিতে হাওড়া স্টেশনে স্বাক্ষর সংগ্রহ অভিযান
