গত ৫ বছরে সব থেকে বেশি বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরা পড়েছে পশ্চিমবঙ্গ থেকে, গত ২৩শে জুলাই, মঙ্গলবার লোকসভায় পরিসংখ্যান পেশ করে এমনটাই জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়া বাংলাদেশী অনুপ্রবেশকারীর সংখ্যা ৯৩২৩ জন। এছাড়াও, অন্য রাজ্য থেকে ধরা পড়া বাংলাদেশী অনুপ্রবেশকারীর সংখ্যা প্রকাশ করা হয়। ত্রিপুরা থেকে ধরা পড়া বাংলাদেশির সংখ্যা ৫৮৩জন, মেঘালয় থেকে ধরে পড়েছে ২৭০ জন বাংলাদেশী এবং অসমে ৫৯জন এবং মিজোরামে ১৪ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী। সেইসঙ্গে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে সারা দেশ থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে।