যোগগুরু বাবা রামদেব এর আগেও একবার জন্ম নিয়ন্ত্রণের জন্যে আইন আনার কথা বলেছিলেন, আবারও বললেন একই কথা। তবে এবার আরো কড়া হল তার বিধান। ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণে বাবা রামদেবের পরামর্শ দুইয়ের বেশি সন্তান থাকলে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত।এমন কি নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকারও তাদের দেওয়া উচিত নয়। আলিগড়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,হিন্দু হোক বা মুসলিম দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে দুইয়ের বেশি সন্তান থাকলে সেই দম্পতি সব রকম সুবিধা কেড়ে নিতে হবে। শুধু ভোটাধিকার নয় শিক্ষা, চাকরি, চিকিৎসার অধিকারও কেড়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছিলেন ২ এর বেশি সন্তান হলে সেই পরিবারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা উচিত। এবারও তিনি ভোটাধিকার কেড়ে নেওয়ার সঙ্গে বলেছেন,ওদের স্কুল ,কলেজ হাসপাতাল কোন কিছুই ব্যবহার করতে দেবেন না। সরকারি চাকরি ও করতে দেবেন না । তাহলেই দেখবেন জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ শুরু হয়ে গিয়েছে।
দুইয়ের বেশি সন্তান থাকলে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া উচিত : যোগগুরু রামদেব
