২০ হাজার টাকার জালনোট সহ এক যুবককে মালদহের ইংলিশবাজার থানার পুলিশ গত ১৪ই ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সরিফুল শেখ। রতুয়ার ভাদোরের ওই বাসিন্দাকে রাতে মালদহ মেডিক্যাল লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০টি নতুন দু’হাজার টাকার নোট মিলেছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, টাকাগুলি নতুন সিরিজের। আর তা থেকেই গোয়েন্দা মহলের অনুমান ওই যুবক নতুন উন্নত মানের টাকাগুলির স্যাম্পেল কাউকে দেখাতে এনেছিল। কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। এদিন মালদহ আদালতে তুলে তাকে পাঁচ দিনের জন্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জালনোট নিয়ে বিস্তারিত তথ্য পেতে পুলিশ চেষ্টা করছে।