বেআইনি অনুপ্রবেশের অভিযোগে স্বরূপনগরের বিথারি সীমান্ত থেকে চারজন বাংলাদেশীকে গ্রেপ্তার করল পুলিশ। গত ১৩ই ডিসেম্বর, বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন মহিলা এবং তিনজন পুরুষ। তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পুলিশ প্রথমে তাদের আটক করে পাসপোর্ট ও ভিসা দেখতে চায়। কিন্তু, তাদের কারও কাছেই তা ছিল না। তারপরই বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা চোরাপথে সীমান্ত টপকে এ দেশে ঢুকেছিল। ধৃতদের বিরুদ্ধে ‘১৪-ফরেনার্স অ্যাক্টে’ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।