জাল পাসপোর্ট, আধার কার্ডসহ বিভিন্ন সরকারি পরিচয়পত্র তৈরির অপরাধে পানিহাটি থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ৷ সোমবার রাতে বাংলাদেশি সৈয়দ আহমেদ খানকে গ্রেপ্তারের পরই পুলিশ এই জালচক্রের হদিস পায়৷ জেরা করে গত ১২ই ডিসেম্বর, মঙ্গলবার রাতে পানিহাটির এঞ্জেলনগরে আহমেদ যে বাড়িতে ভাড়া থাকত, সেই বাড়ির মালিক প্রবীর বিশ্বাস ওরফে ভোলা এবং রাজা রামচাঁদ রোডের দোকানদার বিপ্লব শর্মাকে খড়দহ থানার পুলিশ গ্রেপ্তার করেছে৷ বিপ্লবের একটি দুধের এবং জেরক্স-এর দোকান রয়েছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আধার কার্ড করার সরকারি কাজ পেয়েছিল বিপ্লব৷ ওই দোকান থেকেই সে আধার কার্ড-এর কাজ করত৷ সেখান থেকেই জাল পাসপোর্ট, আধার কার্ড ছাপানো হত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে৷