জঙ্গি-সেনা সংঘর্ষে ফের উত্তপ্ত ভূস্বর্গ। গত ২৯শে অক্টোবর, রবিবার সকালে উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার মীর মহল্লা গ্রামের হাজিন এলাকায় জঙ্গি-সেনার গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে দুই জঙ্গি আবদুল্লা ও মসিউদ্দিন নিহত হয়েছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীর পুলিশের জাহির আব্বাস নামে এক পুলিশ কনস্টেবল শহীদ হয়েছেন।
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, একদল লস্কর-ই-তোইবা জঙ্গির লুকিয়ে থাকার পেয়ে মীর মহল্লা গ্রামের হাজিন এলাকাটি ঘিরে ফেলে সেনাবাহিনী। পরে সেখানে তল্লাশি অভিযান শুরু করে তারা। তল্লাশি অভিযান চলাকালীন একদল জঙ্গি সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পাল্টা যোগ্য জবাব দেয় সেনা। শুরু হয় গুলির লড়াই। স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে সেনা। তবে সেনা অভিযান করার সময় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা সেনা ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। তাতে অভিযান কিছুটা বাধাপ্রাপ্ত হয়।