শ্যামবাজারের বিরিয়ানি দোকান হাজিদা বিরিয়ানি। বিরিয়ানি প্রেমী হিন্দুদের কাছে এই দোকানের মাটন বিরিয়ানি খুব বিখ্যাত। দোকানটির ঠিকানা – 18A R.G.Kar Road, Kolkata-700004 .কিন্তু ওই দোকানের মাটন বিরিয়ানিতে গরুর মাংস মেশানো হয়, তা গত ১৭ই অক্টোবর, মঙ্গলবার একজন ক্রেতার তাত নজরে পড়ে। তিনি পুরো ঘটনা উল্টোডাঙা পুলিশ স্টেশনে লিখিতভাবে জানান। পুলিশ ওই দিন রাতেই বিরিয়ানি দোকানের এক কর্মচারীকে গ্রেপ্তার করে এবং দোকানটি বন্ধ করে দেয়। তবে দোকান মালিক পলাতক। তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তার খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।
বিরিয়ানিতে গরুর মাংস মেশানোর দায়ে শ্যামবাজারে গ্রেপ্তার এক
