একই বলে মুক্তির আনন্দ। বোরখা পোড়ালেন মহিলারা। পুরুষরা কামালেন দাঁড়ি। সিরিয়ার রাক্কা শহর দখল করেছিল ইসলামিক স্টেট। সেই শহর এখন জঙ্গিমুক্ত। আনন্দে মেতে উঠেছেন শহরবাসী।একদল মহিলা বোরখা পুড়িয়ে জয়ের সেলিব্রেট করলেন। বাচ্চা মেয়েদের বোরখার বাঁধন থেকে মুক্ত করছেন মায়েরাই।
আইসিস থাকাকালীন মহিলা ও পুরুষদের শরিয়ত মেনে চলতে বাধ্য করা হয়েছিল। মহিলারা মুখ ঢাকা বোরখা পরতেন। পুরুষদের দাঁড়ি রাখতে হত। নাহলেই জঙ্গিরা কোপাত। মার্কিন যুক্তরাষ্ট্রে নেতৃত্বে সিরিয়ার সেনা রাক্কা শহর দখল করেছে। তাদের সাহায্য করেছে কুর্দিশ যোদ্ধারা। এক মহিলা বলেন, ‘আমাকে লাইটার দাও। আমি সব পুড়িয়ে দেব। এসব পড়তে বাধ্য করা হয়েছিল।’
মুক্তির আনন্দেও অবশ্য রয়েছে প্রিয়জনদের হারানোর দুঃখ। কারও খেদোক্তি, যদি বাবা বেঁচে থাকতেন, কেউ আবার বলছেন, যদি স্বামীটা থাকত। আইসিস সবাইকে মেরে দিয়েছে। ভিড় জমেছে নাপিতের দোকানেও। পুরুষরা কামিয়ে ফেলছেন দাঁড়ি।